প্রশ্নটি শেয়ার করুন
এখন আমি আবার এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো?
Question
আমি ২০১৭-১৮ ব্যাচ এর,২০১৮ তে আমি পরীক্ষা দেইনি,এবং ২০১৯ সালে পরীক্ষা দিয়ে নট প্রমোটেড হয়েছিলাম এখন আমি আবার এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো????
সমাধান হয়েছে
1
Others 30 July 2020
2 টি উত্তর
Student 1
2 টি উত্তর দেওয়া হয়েছে
এই নিয়মগুলো দেখেন পণ্র উত্তর পেয়ে জাবেনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রী, মার্স্টাস ছাত্র ছাত্রীদের জন্য প্রমোশনের সংশোধিত নিয়মাবলীঃ
নিয়ম নাম্বার ১ : promoted
নিয়ম নাম্বার ২ : compulsory
নিয়ম নাম্বার ৩ : absent in examination
নিয়ম নাম্বার ৪ : not-promoted
নিয়ম নাম্বার ৫ : improvement
লক্ষণীয় বিষয়
হ্যাঁ পারবেন তবে এবারই শেষ সুযোগ কেননা আপনি একই বর্ষে দুবার নট প্রমোটেড হওয়া মানে ড্রপ অাউট অর্থাৎ অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে। এবার আপনি কমপক্ষে ৩ বিষয়ে ন্যূনতম ডি গ্রেড পেয়ে পাস করতে হবে। মনে রাখবেন কোনো বিষয়ে যেনো এবসেন্ট বা অনুপস্থিত না থাকে। সো বি কেয়ার ফুল ভাইয়া। আল্লাহর সাহায্য চান আর নিয়োমিত পড়ালেখা করেন।