প্রশ্নটি শেয়ার করুন
ফাইনাল যদি পাশ করি তাহলে কি রেজাল্ট আসতে পারে?
Question
আমি সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ পরীক্ষা দিয়েছে প্রমোটেড আসছে কিন্তু আমার সব ইয়ারে পাস আছে কিন্তু ফাইনাল ইয়ারে আমার রেজাল্ট কি আসতে পারে।আমি বলতে চাচ্ছি যে আমি ইমপ্রুভ পরীক্ষায় পাস করতে পারি নাই কিন্তু প্রমোটেড আসছে সে ক্ষেত্রে ফাইনাল ইয়ারে কি রেজাল্ট আসতে পারবে ফাইনাল যদি পাশ করি তাহলে কি রেজাল্ট আসতে পারে।
সমাধান হয়েছে
1
Others 31 July 2020
3 টি উত্তর
Student 1
3 টি উত্তর দেওয়া হয়েছে
এই নিয়মগুলো দেখেন উত্তর পেয়ে জাবেনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রী, মার্স্টাস ছাত্র ছাত্রীদের জন্য প্রমোশনের সংশোধিত নিয়মাবলীঃ
নিয়ম নাম্বার ১ : promoted
নিয়ম নাম্বার ২ : compulsory
নিয়ম নাম্বার ৩ : absent in examination
নিয়ম নাম্বার ৪ : not-promoted
নিয়ম নাম্বার ৫ : improvement
লক্ষণীয় বিষয়
আপনি অন্যান্য ইয়ার সহ যদি ফাইনাল ইয়ারে পাস করেন তাহলে আপনার রেজাল্ট আসবে।
প্রথমে বলবো অনার্সের ক্ষেত্রে ফাইনাল ইয়ার না হয়ে কথাটি চতুর্থ বর্ষ (ফোর্থ ইয়ার) বলাটাই শ্রেয়। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি- ইয়ার লস না দিয়ে অনার্স কোর্স শেষ করতে চাইলে অবশ্যই আপনাকে সকল বর্ষের সকল বিষয় শিরোনামে পাশ করতে হবে।