প্রশ্নটি শেয়ার করুন
২০১৫ তে HSC পর ভর্তি হই নাই কোন কোর্সে ভর্তি হতে পারব?
Question
২০১৫ তে এইচ এস সি পাস করে কোথাও ভর্তি হই নাই
এখন জাতীয় বিশবিদ্যালয়ের কোন কোর্সে ভর্তি হতে পারব?
সমাধান হয়েছে
0
Admission 5 December 2020
1 টি উত্তর
Student 0
1 টি উত্তর দেওয়া হয়েছে
বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং এর অধীভুক্ত কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পাশের পর অব্যবহিত দুই বছর পর্যন্ত স্নাতক শ্রেনীতে (পাশ কিংবা অনার্স কোর্স) নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি হওয়া যায়। এরপর আর কোথাও নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি হওয়ার সুযোগ নেই।
তবে এইচ এস সি পাশের পর লেখাপড়ায় বিরতি পড়লে অনিয়মিত ছাত্র হিসেবে ডিগ্রী কোর্সে প্রাইভেট পরীক্ষা দেওয়া যায়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোন বয়সে পড়ার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইভিনিং প্রগ্রামে অনিয়মিত শিক্ষার্থীদের নির্দিষ্ট কয়েকটি কোর্সে উচ্চ মূল্যের কোর্স ফি এর বিনিময়ে ভর্তির সুযোগ রয়েছে।